রাজধানীর কলাবাগান তেঁতুলতলার একটি মাঠে ভবন নির্মাণ করার প্রতিবাদে ফেসবুকে লাইভ করায় আটক সমাজকর্মী রত্না ও তার ছেলে ইসা আবদুল্লাহকে আটকের ১২ ঘন্টা পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ মিডিয়াকে জানিয়েছেন।
২৪ শে এপ্রিল রোববার মাঠে লাইভ করা অবস্থায় তাদের আটক করা হয় আটকের পর সোসাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হয়ে সারাদেশে সারা ফেলে।