মানিকগঞ্জের ঘিওরে ট্রিপল মার্ডার হত্যা মামলার একমাত্র আসামি স্বামী ও বাবা দন্ত চিকিৎসক রুবেল তার সহধর্মিণী ও দুইমেয়েকে হত্যার বর্ননা দিয়েছেন আদালতে।
তিনি জানান অনেক দেনা থাকায় কিছুদিন আগে ভুল চিকিৎসার খতিপুরুন হিসেবে এক লাখ টাকা দেওয়ার আজ ছিলো শেষ দিন এ নিয়ে রাতে সহধর্মিণীর সাথে কথা-কাটাকাটি একপর্যায়ে নিজেকে হত্যার সিদ্ধান্ত নেই কিন্তু পরবর্তীতে ভাবলাম আমি মারা গেলেও তারা দেনা হতে মুক্তি পাবেনা তাই সবাইকে নিয়ে মরার চিন্তা করি।
গভীর রাতে যখন স্ত্রীর ঘুমিয়ে ছিলো তখন তার মাথায় আঘাত করে গলা কেটে মৃত্যু নিশ্চিত করি এবং মরার আগে তার কপালে চুমু খেয়ে মাফ চেয়ে নেই পরবর্তীতে একই কায়দায় দুই মেয়েকেও হত্যা করে নিজে আত্নহত্যা করতে যাই কিন্তু ভাগ্যর নির্মম পরিহাসে আমিই জীবিত থেকে গেলাম!
উল্লেখ্য ৭ ই মে দন্ত চিকিৎসক রুবেল তার বড় মেয়ে ছোয়া ও কথা সহ স্ত্রী লাভলীকে নিজ বাড়িতে হত্যা করে নিজে আত্নহত্যা করতে গিয়ে না পেরে জনতার হাতে আটক হন।