শেখ নুরুল আবছার নিসু,ব্যূরো প্রধান,চট্রগ্রাম
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহি আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ নুরুল আবছার। তিনি ইতিপূর্বে আবুরহাট উচ্চ বিদ্যালয়ের দুই মেয়াদে দাতা সদস্য ও শিক্ষানুরাগী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সোমবার (১৩ জুন) বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যদের সম্মতিতে নুরুল আবছারকে সভাপতি মনোনীত করা হয়। নুরুল আবছার বর্তমানে কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি টানা ১৭ বছর কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মিরসরাই উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে চলতি মাসের ১১ জুন সাধারণ অভিভাবক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১০ জন প্রতিদ্ব›দ্বীতা করে। এতে বিজয়ী ৪ জন হলো ৪০২ ভোট পেয়ে এরাদুল হক প্রকাশ এরাদ মাষ্টার, ৪০০ ভোট পেয়ে জয়নাল আবেদীন, ৩৭১ ভোট পেয়ে ফরিদুল ইসলাম, ২৮৩ ভোট পেয়ে মঈন উদ্দিন। এছাড়া একাধিক প্রার্থী না থাকায় এর আগে দাতা সদস্য নির্বাচিত হন নাজমুল হুদা বাবর, এডহক কমিটির সভাপতি নির্বাচিত হন জাহাঙ্গীর আলম, শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন নুরুল মোস্তফা নিজামী, হারুন অর রশিদ, পান্না রাণী ভৌমিক ও সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন জাহেদা আক্তার।