শেখ নুরুল আবছার নিসু,
মিরসরাইয়ের সন্তান অধ্যাপক ড. পীযুষ দত্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন। তিনি ১৯৮১ সালে জনার্দ্দনপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে ১ম বিভাগে এসএসসি পাশ করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে এমএসসি (প্রথম শ্রেণীতে ২য় স্থান)ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। চাকুরি জীবন শুরু করেন বিসিএস শিক্ষা ক্যাডারে।তিনি কক্সবাজার সরকারী কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, ফেনী সরকারি কলেজে রসায়ন শাস্ত্রের অধ্যাপক ছিলেন। তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক, পরিক্ষা নিয়ন্ত্রক, সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ সচিব হিসাবে নিয়োগ লাভ করেন এবং চট্টগ্রাম ওয়াসার কমার্শিয়াল ম্যানেজার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন।