শেখ নুরুল আবছার নিসু,বিভাগীয় প্রধান,চট্রগ্রাম।
মিরসরাইয়ে জাতীয় পাওয়ার গ্রিডের এক লাখ ৩২ হাজার ভোল্টের (১৩২ কেভি) বিদ্যুৎ সঞ্চালন লাইন গাছের সঙ্গে লেগে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। বৃহস্পতিবার উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়ীয়া এলাকার হাফিজুর রহমান মিস্ত্রীর বাড়ীতে এ ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে হাফিজুর রহমান মিস্ত্রীর বাড়ীর সুফিয়া আক্তার, নুরুল হুদা, হাফিজুর রহমান। তাদের দাবি, অগ্নিকাণ্ডের কারণে ঘরের ফ্রিজ, টিভি, মোবাইল, লাইটসহ বৈদ্যুতিক সব জিনিস নষ্ট হয়ে গেছে। অল্পের জন্য রক্ষা পায় তারা। ক্ষতিগ্রস্ত হাফিজুর রহমান বলেন, আমি ৪০ বছর ধরে এই বাড়িতে বসবাস করছে। এমন ঘটনা কখনো ঘটেনি এর আগে। পাওয়ার গ্রিডের লাইনের পাশে থাকা গাছ প্রতিবছর পাওয়ার গ্রিডের লাইনের কর্মীরা কেটে পেলতো ।
স্থানীয় মহিলা ইউপি সদস্য সাথী আক্তার বলেন, বিষয়টি খুব দুঃজনক আমি ঘটনাস্থলে গিয়েছি। এই রকম ঘটনা আগে কখনো ঘটেনি। অগ্নিকাণ্ডের সময় বিকট শব্দ শোনা যায়।
মিরসরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সাইফুল ইসলাম বলেন, এই ঘটনা শুনছি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ লাইনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতের নষ্ট হওয়া মিটার নিয়ে আসে।