শেখ নুরুল আবছার নিসু, ব্যূরো চীপ,চট্রগ্রামঃ রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা (ফরেস্ট অফিস) বাজার প্রাঙ্গণে করেরহাট ইউনিয়ন শাখা মালিক গ্রুপের কার্যালয়ে উক্ত অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এসময় জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও করেরহাট মালিক গ্রুপের উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নকে উপদেষ্টা পরিষদের প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে চট্টগ্রাম জেলা ট্রাক, কাভার্ড ভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের ১৭ সদস্য বিশিষ্ট করেরহাট উপকমিটি গঠন করা হয়।
উপদেষ্টা কমিটির অন্যান্যরা হলেন, মাঈন উদ্দিন মেম্বার, ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী, রিয়াজ উদ্দিন, শাহ আলম কোম্পানি।