শেখ নুরুল আবছার নিসু,ব্যূরো চীপ চট্রগ্রাম বিভাগ।
মিরসরাই উপজেলার করেরহাট বাজারে পূবালী ব্যাংকের ৬৬ তম উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জুন) করেরহাট বাজারের ওবায়েদ ছালেহা প্লাজার ২য় তলায় এই উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. আখতারুজ্জামান সরকার। পূবালী ব্যাংক লিমিটেড বারইয়ারহাট শাখা ব্যবস্থাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং করেরহাট উপশাখা ব্যবস্থাপক আব্দুলাহ আল মামুনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন ইমন, মাহবুব আলম প্রমুখ। ফিতা কেটে, বেলুন উড়িয়ে ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে উদ্বোধনী আয়োজন সম্পন্ন হয়। এসময় করেরহাট বাজারের ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা অংশগ্রহণ করেন। করেরহাট বাজারে পূবালী ব্যাংকের ৬৬ তম উপশাখাটি বারইয়ারহাট শাখার অধীনে পরিচালিত হবে।