নুরুল আবছারঃ
চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা দেখে ফেরার পথে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
ঝরনা দেখা শেষে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী তাদের বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘রেলক্রসিংয়ে কোনো প্রতিবন্ধক না থাকায় মাইক্রোবাসটি রেললাইনে উঠে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রেন মাইক্রোবাসটি ধাক্কা দেওয়ার পর প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায়।’