শেখ নুরুল আবছার নিসু,
মিরসরাই থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ টি চোরাইকৃত মোটরসাইকেল সহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। চোর চক্রের সদস্যরা হলো ১। নোমান (২২), পিতা-নুরেরচ্ছাপা, সাং-তিনঘরিয়াটোলা (মাঝি বাড়ী), ১ নং ওয়ার্ড, মঘাদিয়া ইউপি, থানা- মীরসরাই, জেলা -চট্টগ্রাম
২। ইকবাল হোসেন রুবেল প্রঃ আপন(২৬), পিতা-নিজাম উদ্দিন, সাং-খিলমুরারী, ০৩নং ওয়ার্ড, থানা- জোরারগঞ্জ, জেলা -চট্টগ্রাম
৩। ইসমাঈল (২৫), পিতা-সাহাব উদ্দিন, মাতা-বিবি হাজেরা, সাং-টঙ্গীর পাড়া (সাহাব উদ্দিনের বাড়ী), ৯ নং ওয়ার্ড, ১০ নং ছনুয়া ইউপি, উপজেলা/থানা-ফেনী সদর, জেলা-ফেনী। আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।