নুরুল আবছারঃ
মীরসরাইয়ের সন্তান সমাপ্তি রায়ের নেতৃত্বে বরিশালে তিন চালের আড়তে অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সমাপ্তি রায় মিরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের চরশরত গ্রামের সুদর্শন রায়ের কন্যা। তিনি বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বরত আছেন।
উল্লেখ্য, অবৈধভাবে চাল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি, অধিক মুনাফায় বিক্রি এবং মূল্য তালিকা সংরক্ষণ না করায় বরিশাল নগরীর তিনটি চালের আড়তকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ জুন) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় ও কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে পৃথক এ অভিযান চালানো হয়।