নুরুল আবছার নিসুঃ
মীরসরাইয়ে বিষ প্রয়োগ করে
৪ লাখ টাকার মাছের রেনু নিধন
মীরসরাইয়ে পুকুরে বিষ দিয়ে মাছের রেনু নিধনের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪ লাখ টাকার রেনু মারা গিয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ আমজাত হোসেন মিলন। এবিষয়ে জোরারগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার যে কোন সময় বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সোনাপাহাড় এলাকার আরশা হ্যাচারীতে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ আরশা হ্যাচারির মালিক আমজাত হোসেন মিলন বলেন, তিনি বারইয়ারহাট পৌরসভার সোনাপাহাড় এলাকায় এক একর আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে ‘আরশা হ্যাচারি’ নামে একটি মাছের প্রকল্প শুরু করেন। গত বছর রাতে বেলায় কে বা কারা পুকুরে বিষ দিয়ে প্রায় ৭ লাখ টাকার মাছের পোনা মেরে করে ফেলে। গত ২২ এপ্রিল পূনরায় বিষ দেয়া হয়। সর্বশেষ মঙ্গলবার (২৬ এপ্রিল) কে বা কারা বিষ দিয়ে প্রায় ৪ লাখ টাকার তেলাপিয়া ও কার্প জাতীয় মাছের রেনু মেরে ফেলেছে। বার বার এমন ঘটনা ঘটায় আমি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছি। পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছি আমি। এবিষয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
জোরারগঞ্জ থানা এএসআই বাতেন জানান, রেনু নিধনের একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।