শেখ নুরুল আবছার নিসু,
ব্যূরো চীফ,চট্রগ্রাম।
মীরসরাইয়ে লরি-কাভার্ড ভ্যান-বাস সং-ঘর্ষে দুই ছেলেকে হারিয়ে দিশেহারা শামসুদ্দীন। তিনি বলেন, ছোট থেকে আমার এই দুই ছেলে খুবই আন্তরিক ছিল সম্পর্কে তারা বড় ভাই ছোট ভাই হলেও তারা ছিল বন্ধুর মত খাওয়া-দাওয়া চলাফেরা সবই এক সাথে তাদের। একজনকে ছাড়া একজন খেতেও বসতো না। তাই তাদের খৎনাও বিয়ে অনুষ্ঠানের আয়োজনটাও করেছিলাম একসাথে।