নুরুল আবছার নিসু, নিজস্ব প্রতিবেদক
মীরসরাই সমিতি কাতারের ২০২২- ২০২৪ সনের সন্মেলনে নব নির্বাচিত সভাপতি নুরুল আবছার বাবুল ও সাধারন সম্পাদক এন কে টিপু নির্বাচিত হয়েছেন।
কাতারের দোহায় সারে আসমাক নিউ জামান হোটেলের হল রুমে উক্ত সন্মেলন ও ইফতার মাহফিল অনুষ্টান অনুষ্ঠিত হয়।
সন্মেলন অনুষ্টানে সভাপতিত্ব করেন নুরুল হুদা (বাবুল) সন্চালনা করেন গোলাম মাওলা।
প্রধান অতিথি উপস্থিত ছিলেন গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাতারস্ত দূতাবাসের মাননীয় মিনিস্টার (শ্রম) ড. মুস্তাফিজুর রহমান সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
(১) আবু কায়ছার মোঃ ইলিয়াছ ( কান্ট্রি ম্যানেজার বাংলাদেশ বিমান)
(২) ইন্জিনিয়ার আনোয়ার আকন্দ (বাংলাদেশের কমিউনিটি সভাপতি)
(৩) শফিক ইসলাম বাবু( বাংলাদেশের কমিউনিটি সহ- সভাপতি)
(৪) নুর মোহাম্মদ ( চট্রগ্রাম সমিতির সাধারন সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট
(৫) মোহাম্মদ নুরুল আলম ( উপদেষ্টা মীরসরাই সমিতি ও বাংলাদেশ কমিউনিটির প্রেসিডিয়াম মেম্বার)
(৬) নুরুল করিম মানিক(উপদেষ্টা মীরসরাই সমিতি কাতার )
(৭) আবুল কালম (উপদেষ্টা মীরসরাই সমিতি কাতার)
(৮) মাঈন উদ্দিন মানিক ( উপদেষ্টা মীরসরাই সমিতি কাতার )
(৯) মাঈন উদ্দিন রানা( সাবেক সাধারণ সম্পাদক মীরসরাই সমিতি কাতার )
( ১০) আবদুল মান্নান আহবায়ক (মীরসরাই সমিতি কাতার)
ও কার্যকরী পরিষদের নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।।
অনুষ্টানের প্রধান অতিথি কাতারস্ত বাংলাদেশ দূতাবাসের মাননীয় মিনিস্টার (শ্রম) জনাব, ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব উনার বক্তব্যে সবাইকে কাতারে আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল এবং দেশের ভাবমূর্তি রক্ষাত্রে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং উনি সমিতির কার্যক্রম দেখে ভূঁয়শী প্রশংসা করেন। এবং নতুন কমিটি সভাপতি সম্পাদক কে অভিনন্দন জানান।
সর্বশেষে মীরসরাই সমিতির যুগ্ম আহবায়ক জনাব, গোলাম মাওলার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।