শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন
ঘোষণাঃ
বহুল প্রচারিত বঙ্গবাজার পত্রিকায় আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন,এছাড়াও আপনার আশেপাশে ঘটে যাওয়া কোন ঘটনা, দুর্ঘটনা, দুর্নীতি, ভালো খবর, জন্মদিনের শুভেচ্ছা, নির্বাচনি প্রচারণা, হারানো সংবাদ, প্রাপ্তি সংবাদ, সংর্বধনা, আপনার সন্তানের লেখা কবিতা, ছড়া,গান প্রকাশ করতে যোগাযোগ করুন। ❤️দেশ সেরা পত্রিকা হতে পারে আপনার সহযাত্রী ❤️

মুসলিম বিশ্বের এবং এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আযম সুজা’র আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

  • বঙ্গ নিউজ ডেস্কঃ প্রকাশিত মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ১৬১ বার পড়া হয়েছে

মহিউদ্দিন ভূঁইয়াঃ মুসলিম বিশ্বের এবং এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ বৈমানিক, পাবনা-৩ এলাকার সাবেক সংসদ সদস্য(১৯৯১-১৯৯৬) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং পাবনার কৃতীসন্তান গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আযম সুজার (১৯৪১-২০২০) আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের আজকের এই দিনে (১৪ জুন) সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকার মহাখালির নিউডিওএইচএস-এর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ১৩ জুন ২০২০ তারিখ সন্ধ্যায় তাঁকে বাসায় নিয়ে আসা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী- অ্যাডভোকেট নিশাত আরা আযম, একমাত্র পুত্র সন্তান- সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফেরাস আযম এবং দুই কন্যা- ইঞ্জিনিয়ার অনিলা আযম ও ইঞ্জিনিয়ার অনিতা আযমসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফনকাজ সম্পন্ন করে তাঁকে বাংলাদেশ বিমান বাহিনীর শাহীন কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হয়। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আমিন।

গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আযম সুজা ১৯৪১ সালের ১১ সেপ্টেম্বর পাবনা জেলার ফরিদপুর উপজেলার খলিশাদহ গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা এ ডব্লিউ নূরুল আযম ও মাতা সামসুন নাহার-এর পাঁচ পুত্র ও দুই কন্যা সন্তানের মধ্যে সাইফুল আযম দ্বিতীয়।

সাইফুল আযম কলকাতার মিত্র ইনস্টিটিউটে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তিনি ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারী স্কুল এবং বনওয়ারীনগর করনেশন বনমালী পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। ১৯৫৫ সালে পাকিস্তানের সারগোদা বিমান বাহিনীর পাবলিক স্কুলে ভর্তি হন। ১৯৫৭ সালে সিনিয়র ক্যামব্রিজ পাস করার পর ১৯৬০ সালে তিনি গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেন।

১৯৫৮ সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেয়া সাইফুল আযম ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন। তিনি ১৯৬০ সাল পর্যন্ত টেক্সাস, ফ্লোরিডা এবং আরিজোনাতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের রিজ বিমান বাহিনী ঘাঁটি থেকে জিডি (পি) ব্রাঞ্চে তিনি গ্রাজুয়েশন লাভ করেন।

সাইফুল আযম আমেরিকার লুক বিমান ঘাঁটি, আরিজোনাতে সেসনা, টি-৩৩, টি-৩৭, এফ-৮৬ ‘সেবার জেট’ জঙ্গীবিমান চালনায় উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৬২ সালে তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রথম জেট স্কোয়াড্রন টিমের সদস্য হিসেবে যোগ দেন। তিনি ১৯৬৩ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানের রিসালপুর বিমান ঘাঁটিতে টি-৩৭ বিমানের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে সাইফুল আযম সারগোদা বিমান ঘাঁটির ১৭ নম্বর স্কোয়াড্রন হতে সেবার জেট জঙ্গীবিমান দ্বারা ভারতের ভূমিতে বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর সফল আক্রমণ চালান। তাঁর যুদ্ধ কৌশল ভারতীয় বিমান বাহিনীর যোদ্ধাদের আতঙ্কিত ও পরাভূত করে। তিনি আক্রমণকারী (ভারতের) দুটি জঙ্গীবিমানের মধ্যে একটি বিমান ফোল্যান্ড-ন্যাটকে ভূপাতিত করে তাঁর প্রথম বিজয় অর্জন করেন এবং যুদ্ধে বিজয় নিশ্চিত করেন। যুদ্ধে সফলতার জন্য তিনি পাকিস্তানের বিশেষ গ্যালান্ট্রি পুরস্কার ‘সিতারা-ই-জুরাত’ পুরস্কারে ভূষিত হন এবং তাঁকে অনুদান হিসেবে পাঞ্জাব প্রদেশে ২৫ একর ফসলী জমি প্রদান করা হয়।

সাইফুল আযম ১৯৬৬ সালে রিসালপুর বিমান বাহিনী ঘাঁটির ২ নম্বর স্কোয়াড্রনের অধিনায়কের দায়িত্ব পালন করেন এবং টি-৩৭ এয়ার বিমানের প্রশিক্ষক নিযুক্ত হন। ১৯৬৬ সালের শেষের দিকে জর্ডানের রাজকীয় বিমান বাহনীর উপদেষ্টা নিযুক্ত হন এবং জর্ডান বিমান বাহিনীর ১ নম্বর স্কোয়াড্রনে ‘হকার হান্টার’ বিমান পরিচালনা করেন। ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে পুনরায় তিনি তাঁর কৃতিত্বকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। জর্ডানের প্রধান বিমান ঘাঁটি মাফরাকে ইসরাইলি বিমান আক্রমণ প্রতিহত করেন এবং ইসরাইলের চারটি বিমান ভূপাতিত করেন। বিধ্বস্ত বিমান থেকে প্যারাসুটে অবতরণকারী দুই ইসরাইলি বৈমানিককে তিনি বন্দি করেন। এ দুজন পাইলটের সঙ্গে বন্দিবিনিময়ে ইরাক ও জর্ডানের প্রায় চার হাজার সৈন্য মুক্তি পায়। যুদ্ধে অসামান্য সফলতার কারণে জর্ডানের বাদশাহ হোসেন সাইফুল আযমকে রাজকীয় খেতাব ‘হুসাম-এ-ইসতেকলাল’ এবং ইরাক সরকারের সর্বোচ্চ সাহসী খেতাব ‘নথ-এ-সুজা’-এ ভূষিত করেন। জর্ডানে সাইফুল আযমের স্মৃতিরক্ষায় জর্ডানের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ করা হয় ‘সুজা রোড’। যুদ্ধ শেষে তিনি পাকিস্তানে ফিরে আসেন এবং সিকোয়ান গুরুভিচ মিগ-১৯-এর চীনা সংস্করণ চেনিয়াং এফ-৬ স্কোয়াড্রনের কমান্ডার নিযুক্ত হন। এরপর তিনি পাকিস্তান বিমান বাহিনীর ফাইটার লিডার স্কুলের কমান্ডার নিযুক্ত হন। ১৯৬৯ সালে তিনি পাকিস্তানের ‘সিতারা-ই-বাসালত’ খেতাবে ভূষিত হন। এজন্য তাঁকে পাঞ্জাব প্রদেশে ১২.০৫ একর ফসলি জমি দেয়া হয়।

১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে বীরশ্রেষ্ঠ শহিদ মতিউর রহমানের যাত্রীসহ ‘পিআইএ’র একটি বোয়িং-৭০৭ বিমান তিনি ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্ত তথ্য ফাঁস হওয়ার কারণে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতার হন এবং ২১ দিন অমানুষিক নির্যাতনের পর তাঁকে মুক্তি দেয়া হয়। পাকিস্তান বিমান বাহিনীতে তাঁর পূর্বের সাফল্য ও গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য তিনি প্রাণে বেঁচে যান।

বাংলাদেশ স্বাধীন হলে তিনি পশ্চিম পাকিস্তানে তাঁর সমস্ত সম্পদ ফেলে দেশমাতৃকার টানে ঢাকায় ফিরে আসেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট সেফটি পরিচালক নিযুক্ত হন। বাংলাদেশ বিমান বাহিনীতে তিনি পরিচালক (অপারেশন), ঘাঁটি বাশারের বেস কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৭৮ সালে বিমান বাহিনী থেকে অবসরে যান। অবসর গ্রহণের পর তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আযম সুজা ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (ফরিদপুর-ভাঙ্গুড়া-চাটমোহর) আসন থেকে নির্বাচন করে দেশের তৃতীয় সর্বোচ্চ ভোটে জয়লাভ করেন। সেসময় তিনি জাতীয় সংসদের অনুমিত কমিটি এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মনোনীত হন।

২০০০ সালে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর বিশেষ আমন্ত্রণে ‘গ্যাদারিং অফ ঈগলস-২০০০’ অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আযম সুজা (অব.) যোগ দেন। ওই অনুষ্ঠানে ২২ জন জীবিত বৈমানিককে বিশ্বের সেরা ও সাহসী বৈমানিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর মধ্যে মুসলিম বিশ্বের এবং এশিয়া মহাদেশের একমাত্র বৈমানিক ছিলেন সাইফুল আযম।

পারিবারিক জীবনে তিনি ১৯৬৬ সালের নভেম্বর মাসে সিলেটের প্রয়াত আবদুল মান্নান চৌধুরীর ৫ম কন্যা নিশাত আরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের এক পুত্র ও দুই কন্যা। পুত্র ফেরাস আযম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বর্তমানে কানাডায় কর্মরত। বড়ো মেয়ে অনিলা আযম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে এবং ছোটো মেয়ে অনিতা আযম কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে আমরেকিায় কর্মরত।

 

এই ধরনের আরও খবর

Advertising

আর্কাইভ

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে

জেলা প্রতিনিধি হতে যোগাযোগ করুন

সপ্তাহের সেরা ছবি

© All rights reserved © 2022 bongobazarpatrika.com
Theme Download From ThemesBazar.Com