মৃত্যু হোক মহিমান্বিত
কবিঃ ইভা আলমাস
মৃত্যু হোক নির্মল পরিবেশে
আকাশ জুড়ে ভেসে থাক নীলাচল
সমুদ্রের ঊর্মি ছুঁয়ে যাক স্বপ্নেরা
আজরাইলের দু’হাতে থাক সোনালী সিন্দুক
মিঠেকড়া রোদে হোক দিনের সূচনা।
প্রাণ নিয়ে মন খারাপের দেশে যাক
কান্নায় ভেঙে পড়ুক আজরাইল
সে জানুক মৃত্যুবরণকারী আরো কিছুদিন বাঁচতে চেয়েছিলো।
চেনা পথ ছেড়ে উড়ে যাক অচেনা বলয়ে
প্রাণ নিয়ে ভেসে থাক কিছুকাল
আমার বিদেহী আত্মাকে অমরত্ব
দিক তার চেতনায়
নিঃশব্দে গন্তব্যে চলুক সিন্দুক নিয়ে।
মৃত্যু হোক মহিমান্বিত…
রচনাকালঃ ১৬/০৮/২০২২।
উত্তরা, ঢাকা