মেঠো পথের মায়া ©মেরী রহমান
যাবে কি…
দূরে বহুদূরে,সরু দীর্ঘ পথ ধরে
চিরচেনা সুর গায়ে মেখে।
দুপাশে ধান ক্ষেত
আর মেহগনি গাছের সারি।
মাদল বাজিয়ে বাতাসের
আনাগোনা।
কোকিল- শালিকেরা যেথায় রয়,
উপচে পড়া রোদের ঝিলিক
পাতার ফাঁকে ফাঁকে।
আমার নিঃশ্বাস আস্থা খুঁজে পায়।
যাবে কি….
আমার সাথে?
উপরে নীলের স্বচ্ছ ঢেউ
জমিনের বুকে সবুজ চাদর
বাড়িয়ে দিয়ে হাতটা
শান্ত প্রকৃতির আদর,
নেবে কি?
ক্লান্ত দেহ মন উদাস হতে চায়
পাখপাখালির বুনো মায়ায়
আঁচল পেতে রয়।
ঘূর্ণিপাকে জীবন দোলা
স্থি্রতা প্রান ফিরে পায়।
যাবে কি…
সময় গুনে নয়
অগনিত, অফুরান বেলা
সঙ্গে নিও তবে….
রচনাকালঃ ২০ শে এপ্রিল ২০২১