আবিদুর রহমানঃ
নির্ধারিত সময়ের আগেই, গুলশান নগর ভবনের সামনের সড়কে উপস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। কথা ছিল, “দশটা দশ মিনিট প্রতি শনিবার নিজ বাসা বাড়ি করি পরিষ্কার”, কার্যক্রমের উদ্বোধন করার।
শনিবার (১৪ মে) সকালে দশটা দশ মিনিটে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হঠাৎ মেয়র আতিকুল ইসলাম গুলশান নগর ভবন এর আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট পার্কিং এ প্রবেশ করলেন। দেখলেন সেখানে, পরিত্যক্ত গাড়ি রয়েছে। জমে থাকা পানি ও মশার বংশ বিস্তার করার মতো পরিবেশ।এমন পরিবেশ দেখে, তাৎক্ষণিকভাবে সেগুলো পরিষ্কার করার নির্দেশ দিলেন মেয়র।