নুরুল আবছারঃ
জোরারগন্জের ঐতিহ্যবাহী মেহেদী গার্ডেনের কর্ণধার আমেরিকার সফল ব্যবসায়ী মরহুম আলহাজ্ব আবুল হোসাইন মিয়ার মেঝো সন্তান সব সময় স্পষ্টবাদী মানুষ,জনদরদী,দানবীর,যিনি সব সময় গোপনে দান খয়রাত করা সহ বিভিন্ন সামাজিক কাজে সহায়তার হাত সব সময় বাড়িয়ে দিতেন,জোরারগঞ্জের গোপীনাথপুর নিবাসী আলহাজ্ব মহিউদ্দিন মেহেদী(৬৭)সাহেব ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল ফরমাইয়েছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দিন মেহেদী সাহেবের মৃত্যু গোপীনাথপুর বাসীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।সেই সাথে মরহুমের রুহের আত্নার মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহপাকের দরবারে মরহুমের জন্য জান্নাতের সর্বোচ্ছ স্থান কামনা করেন।আগামীকল্য মরহুমের নিজ বাড়ীর দরজায় যেকোন সময়ে জানাযার নামাজ হবে এবং জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাজায়
অংশগ্রহন করা সহ দোআ কামনা করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।