পদ্মার ওপাড় স্বস্তির ঈদ যাত্রা
====মোঃ সুমন মিয়া=====
আসিতেছে ইদের ছুটি যেতে হবে বাড়ি,
ধুকধুক বুক করত ভয়ে পদ্মা দিতে পাড়ি।
মানুষের সৃষ্ট কিংবা প্রাকৃতিক দুর্যোগ,
ফেরিঘাটের যত তিক্ত জ্ঞান, চরম দুর্ভোগ।
আকাশেতে মেঘ করেছে ভয়ে কাপে মন,
ঢেউয়ের উপর ঢেউয়ে লঞ্চ কাঁপিছে ভীষণ।
দেখতে হত অপরিচিত ভয়ংকর রূপী জলদি,
চোখের সামনে পড়ে থাকত কত সলিল সমাধি।
নির্ঝঞ্জাট টিকেট কাটা স্বস্তির যাত্রার হেতু
দেশ মাতারই আশীর্বাদ আমার পদ্মা সেতু।
গুছে যাক দুঃখ স্মৃতি, জরা জীর্ণতা হউক শেষ,
উন্নয়নের সুতোয় গাঁথা হবে পুরো বাংলাদেশ।
খরস্রোতা পদ্মা দিলেন সম্ভবনার দ্বার খুলে,
উদয় হওয়া সমৃদ্ধির সোপান দক্ষিনাঞ্চলে।
আল্লাহ যদি চায় এবার পদ্মা দেব পাড়ি,
ইদ করব সবার সাথে নিরাপদে বাড়ি।