বিয়ে দিবস মৃত্যু দিবস
তের বছর পর ?
কে জানত এমন হবে
হায়রে তাসের ঘর ৷
জোরার গন্জে বাড়ি তাঁর
স্বপ্ন ভরা মন,
হঠাৎ করে স্বপ্ন ভেঙ্গে
মরণের সেই ক্ষণ?
আজকে আমার তের বছর
বিয়ের রঙ্গীন দিন,
ষ্টেটাসের পরেই ডাকলেন
রাব্বুল আলামীন ৷
হায়রে বাড়ি হায়রে গাড়ি
কিসের ভালোবাসা,
এক নিমিষেই হারিয়ে যায়
কতো শত আশা ৷
ষ্মার্ট এবং চৌকস ছেলে
তরু তাজা প্রাণ,
জীবন নামের কাচের বোতল
হলো যে খান খান ৷
কাটা কবুতরের মতন
স্ত্রী তার আজ ,
বিধবা এক জীবন শুরু
শোকের সাদা সাজ ৷
সন্তান গুলো ডুকরে কাঁদে
আব্বু আব্বু বলে,
বলছে আব্বু মোদের ছেড়ে
কেন গেলে চলে?
রবিউল হোসেন সেলিম এখন
আখের পরবাসী,
আল্লাহ তাঁকে ক্ষমা করো
গুনাহ রাশি রাশি ৷
জগৎ বড় নিঠুর ওভাই
কবর কঠিন ঘাঁটি,
মাটি হতেই সৃষ্টি তোমার
শেষ ঘাঁটিও মাটি ৷
এই পৃথিবীর মায়া জালে
যারা গেছো ঢুকে,
তাদের জন্যে শিক্ষা আছে
ভেবে দেখো বুকে ৷
এই বয়েসে মরবোনা ভাই
বয়েস আমার অল্প ?
তাদের বলি পড়ে দেখো
রবিউলের গল্প ৷