সিংহলীরা ভীষণ ক্ষেপা
কেন এমন করছে?
মন্ত্রী এমপি নেতা কর্মী
পথে ঘাটে মরছে ?
বড় বড় মন্ত্রী বাবুর
বস্ত্র কেন খুলছে ?
কেন ওরা পাষাণ এতো
গায়েতে হাত তুলছে?
দেশটা নাকি চুষে খেয়ে
করছিল খুব ফূর্তি ,
ভেবেছিল কি আর হবে
জনগণতো মূর্তি ৷
কেউ বলছে এমেরিকাই
নাড়ছে কলের কাঠি ,
যেমন করে পাকিস্তানের
স্বপ্ন করলো মাটি ৷
মুসলমানের পরে ওরা
করল জুলুম কত,
তাই বুঝি আজ নামছে গজব
নিত্য অবিরত ৷
যে যা বলুক অবশেষে
পতন সবার আছে,
যদিও বেকুফ আখের ভুলে
লোভ লালসায় বাঁচে ৷
রাজা পাকসের শ্রীলংকায়
আছে সবার শিক্ষা ,
কিন্তু বোকা চির খোকা
নেয়না কোন দীক্ষা ৷
দেশটা যারা বাপ ও দাদার
মনে করে নিত্য,
আশা করি এসব দেখে
কাঁপবে ওদের চিত্ত ৷