শহরের ব্যাসততম রাস্তা এবং সারি সারি গাড়ি আর এমন অবস্থায় যদি দেখেন কোন একটা গাড়ি ঘিরে আছে মৌমাছির দল! কেমন হবে বলুনতো?
ঘটনাটি ঘটেছে ভারতের কেরালায়,গাড়িতে আটকা ছিলো একটা রানি মৌমাছি আর তার কারণেই এই হুলস্থুল অবস্থা।
গাড়ির মালিকের অজান্তেই ও রানী মৌমাছি গাড়ির ভিতরে প্রবেশ করে এবং ঐ রানী মৌমাছিকে মুক্ত করতে অন্যদের এতো আয়োজন।