নতুন পাণ্ডুলিপি
কলমে- রাবেয়া সুলতানা
শোকাহত সাঁঝের মায়া,
শব্দেরা একেবারেই হারিয়ে গেছে,
নাইবা লিখলাম জীবনের শেষ পাণ্ডুলিপি।
ইচ্ছেঘুড়ির মতোই আমার আকাশে
বাষ্পায়িত নীল বেদনা,
রংধনু প্রেমের মৃত্যু হোক-
ভালোবাসার শরীর জুড়ে নষ্টাদের ভীড়
সরে যায় সোনালী প্রেমের মায়াবী নক্ষত্র।
বলবোনা জীবনে ফিরে এসো,
নিশিথে যার সাবলীল যাত্রা।
অংকলক্ষ্মীদের শরীরের গন্ধে
করো পুলক অনুভব –
বারবারই জঠরে ভ্রুনের অস্তিত্ব।
অধিকার ভঙ্গ নিয়ে জন্মানো প্রতিজ্ঞায়,
প্রবর্তিত হয় অনেক কিছুই ।
দৃঢ় বন্ধন,মায়া-মমতা, নিরবিচ্ছিন্ন প্রেম,
সবসময় পরিণত হয়না সাফাল্যে।
গিয়েছে যা-তা একেবারেই হারিয়ে যাক অতলে।
বরং,লিখি আবার একটা নতুন পাণ্ডুলিপি,
যা একেবারেই অন্যরকম ।।