নুরুল আবছারঃ
রামগড়ে সয়াবিন তৈল মওজুদের কারণে
খান ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা।
আজ শুক্রবার বিকেলে রামগড়ের সোনাইপুল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ডিলিং লাইসেন্স ব্যতীত ভোজ্যতেলের ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করা এবং সয়াবিন তেল মজুদকরণের অপরাধে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ৬ ধারায় সোনাইপুল বাজারের খান ট্রেডার্সকে ১ লক্ষ টাকা এবং আলমগীর স্টোরকে ২৫, হাজার টাকা জরিমানা করা হয়।