নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা এলাকায় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মোসলে উদ্দিন রানা (১৮) সোনাইমুড়ী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সোনাইমুড়ী পৌরসভার রামপুর এলাকার ভূঞা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
চন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। । এরপর আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়
ওসি আরো জানায়, রানা রাতে উপজেলার চাটখিল বাজার থেকে একা বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার ভূঞা বাড়ির সামনের সড়ক পার হওয়ার সময় কুমিল্লা থেকে নোয়াখালী গামী একটি অজ্ঞাত পিকআপ ভ্যান তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং রাত ২টার দিকে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করে।