রুপের সাতকাহন
মোহাম্মদ মোস্তাক-ই-এলাহী
দেহের রুপ ক্ষণস্হায়ী
মনের রুপ-ই আসল,
দেহের রুপের কদর ও বেশ
মিলবে রঙ্গ মহল,
মনের আলো জ্বেলে তবে
সংসার হবে সুখের,
দেহের রুপ ক্ষণস্হায়ী অহমিকা কিসের?
ভবের মেলা রংয়ের খেলা-মিছামিছির খেল,
মনের আলো নিভে গেলে ফুরিয়ে যাবে হেল
দেহের যত্ন নিতে হবে- মনের আর ও অধিক,
রুপের বড়াই করবে যারা ধিক ধিক তাদের ধিক।
চট্টগ্রাম, ২৯.০৮.২০২০