ঢাকা: রূপালী ব্যাংক পিএলসির পরিচালক ও চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নজরুল হুদাকে নিয়োগ দেয়া হয়েছে। অভিজ্ঞ এই ব্যাংকারকে ৩ বছরের জন্য রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়।
এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।
কেন্দ্রীয় ব্যাংকে ৩৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন নজরুল হুদা বিভিন্ন আন্তজার্তিক সংস্থায় প্রেষণে কাজ করেছেন এবং মালদ্বীপ মনিটারি অথরিটির উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।