সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ফুড ডেলিভারি সংস্থায় কর্মরত এই নারীর গল্প। যিনি পেশার সঙ্গে সঙ্গেই সমান দক্ষতার সঙ্গে সামলে চলেছেন নিজের মাতৃত্বের দায়িত্বও। তাঁর কথা প্রথম সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন সৌরভ পাঞ্জওয়ানি নামে এক ফুড ব্লগার। তিনি জানান, যেভাবে রোদে ঘুরে ঘুরে দুটি সন্তানকে নিয়ে নিজের কাজ করে চলেন এই মহিলা, তা যথেষ্ট অনুপ্রেরণামূলক। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সৌরভের ওই ক্লিপটি।