লটারিতে কারও কারও ভাগ্য খুলে যায়। তবে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি এক যুবকের কপাল যেভাবে প্রসন্ন হয়েছে, তা খুব কম লোকের ক্ষেত্রেই ঘটেছে।
শুক্রবার সেখানে এক লটারির ড্রতে তিনি জিতেছেন ২ কোটি দিরহাম বা ৪৮ কোটি ৫০ লাখ টাকা। খবর খালিজ টাইমস ও গাল্ফ নিউজের।
শারজায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী আরিফ খান রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত ‘মাইটি ২০ মিলিয়ন’ র্যাফেল ড্র-তে জীবন বদলে দেওয়া এই অর্থ জিতেছেন। এ খবর জানার পর তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।