লাইলাতুল কদর নিয়ে পবিত্র কুরআন ও হাদীস শরীফে বিস্তারিত বয়ান রয়েছে ৷এরাতের বেশ কিছু আলামতও কিতাবে এসেছে ৷লাইলাতুল কদর নিয়ে মরহুম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গিরের একটি সুন্দর গবেষণা আছে যা তিনি তাঁর লেখা খুতবাতুল ইসলামের ৩০৩ পৃষ্ঠায় উল্লেখ করেছেন ৷তিনি লিখেছেন–(*আমরা মনে করি ২৭ এর রাতই কদরের রাত ৷এই চিন্তাটি সঠিক নয় ৷রাসুল সঃ কখনই বলেননি যে,২৭শে রামাদানের রাত কদরের রাত ৷”তবে অনেক সাহাবী,তাবেয়ী বা আলিম বলেছেন যে ২৭শে রাত শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি” ৷এজন্য আমাদের দায়িত্ব হলো রামাদানের শেষ দশক রাতের সবগুলো রাতকেই শবে কদর হিসেবে ইবাদত করব ৷”২৭শে রাতকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ইবাদত করবো”*)৷প্রিয় পাঠক সেই আবহমান কাল হতেই পৃথিবীর মুসলিমেরা এ বিশ্বাসকেই সঠিক বলেই জানেন আলহামদুলিল্লাহ ৷৷লাইলাতুল কদর নিয়ে বহুমত ও ব্যাখা বিভিন্ন কিতাবে বিদ্যমান যা মুহাক্কিক ঈমাম ও বুজুর্গানে দ্বীনের গবেষণারই ফল ৷সকলের ব্যাখ্যা মতেই লাইলাতুল কদরের সবচেয়ে সম্ভাবনা ময় রাত ২৭শে রাত ৷হাদীস শরীফে লাইলাতুল কদরের রাতে যারা কিয়াম করবে বা দাঁড়িয়ে সালাত ও বিভিন্ন এবাদত করবে তাদের পাপ মোচনের বিষয়ে উল্লেখ রয়েছে ৷এরাত হতে যারা বঞ্চিত হবে তাদেরকে সকল
কল্যাণ হতেই বঞ্চিত বলে রাসুল সঃ ঘোষণা করেছেন ৷তাই আসুন আজ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাদে মাগরিব হতেই আল্লাহর বিশেষ এবাদতে নিমগ্ন হই ৷মনে রাখতে হবে লাইলাতুল কদর হাজার মাস হতেও দামী রাত ৷এরাতে অবতীর্ণ হয়েছে মানব জাতির সকল সমস্যার সমাধান আলকুরান ৷ফেরেস্তা জিব্রাইল আঃ এরাতে অগণিত বিশেষ ফেরেস্তা নিয়ে জমীনে ছড়িয়ে পড়েন ও এবাদত দোয়ায় রত বান্দাদের অবস্হা অবলোকন করেন ৷সুবহানাল্লাহ ৷এ উপলক্ষে অতীতের মতো আজও সারাদেশে বিভিন্ন জামে মসজিদে ওয়াজ ইবাদত ও দোয়ার মাহফিলের বিশেষ আয়োজন থাকবে ৷ এতে মৃত ব্যক্তিগণের মাগফিরাত সহ সকলের সর্বাঙ্গীন কল্যান বরকত লাভ ও মুসলিম উম্মাহর জন্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে ৷সবাইকে আন্তরিক খাস দাওয়াত পেশ করছি ৷আল্লাহ কবুল করুন আমিন ৷