গত কয়েকদিন ধরেই শবনম বুবলীর সন্তানের পিতৃপরিচয় নিয়ে ভীষণ কৌতূহল দেখা যাচ্ছিল নেটিজেনদের মাঝে। আজ শুক্রবার সকালে বুবলী ও শাকিব খানের বিবৃতির পর যখন তারা অনেকটাই স্থির ঠিক তখন শোনা যাচ্ছে নতুন কথা। গুঞ্জন উঠেছে সন্তানের কথা স্বীকার করলেও আগেই বিচ্ছেদ হয়েছে শাকিব-বুবলীর।
শাকিব-বুবলীর একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সন্তানের কথা স্বীকার করলেও এখন আর একসঙ্গে থাকছেন না শাকিব ও বুবলী। ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ের আগেই এই দম্পতির ‘বিচ্ছেদ’ হয়েছে বলে দাবি সূত্রগুলোর।
তবে শাকিব-বুবলীর বিচ্ছেদের সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো মন্তব্যও পাওয়া যায়নি। তাই খবরটি আপাতত গুঞ্জনই থেকে যাচ্ছে।