বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে দোকান চুরির মামলামাল সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন, শিবগঞ্জ পৌর এলাকার অর্জুনপুর মহল্লার ফরহাদ ইসলাম হৃদয় (২২), ইসলাম আকন্দ (৩০) ও শামীম প্রামানিক (২৮)। সোমবার ভোর পৌনে ৪ টার দিকে উপজেলার অর্জুনপুর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। এবং দুপূরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, উপজেলার চিকাদহ এলাকায় গৌর চন্দ্র মোহন্তের লোহার দোকানের টিন কেটে গত ৩০ এপ্রিল রাতে চুরি হয়। এ ঘটনায় মামলার প্রেক্ষিতে গোপনে অনুসন্ধান করে পুলিশ তাদের সম্পৃক্তার সন্ধান পেলে আটক করা হয়।
এ সময় তাদের দেয়া তথ্য মতে ফরহাদ ইসলামের বাড়ি থেকে ৬টি কুড়াল, ৫টি কোদাল, ৩টি রুটি ভাজার তাওয়া, ২টি কোরখস্তি, ১টি স্টিলের কড়াই ও চুরির কাজে ব্যবহৃত টিন কাটার কাঁচি উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস পিপিএম বলেন আটকৃতরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। আটকের পর ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।