বগুড়া প্রতিনিধিঃ “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা” এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করলো বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন। নবতর প্রত্যয়ে, জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে সম্ভাবনার জয়গানে নতুন বছরে প্রবেশ করলো বাঙালি জাতি।
বাঙালির প্রাণের ঐতিহ্য বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
বর্ষ বরণ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম সারোয়ার জাহান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, সমাজ সেবা কর্মকর্তা সামিউল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, আওয়ামীলীগ নেতা শিবলী প্রমুখ।
পাঠকপ্রিয় খবর সমুহঃ