বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে মাঠে মাঠে ইরি-বোরো ধানের শীষে ভরপুর। যেদিকেই চোখ যায় যেন এক অপরুপ সমাহার। মাঠে মাঠে ইরি-বোরো ধানের শীষ। বাতাসে দোলা খাচ্ছে কৃষকের স্বপ্ন। চারিদিকে এক নয়নাভিরাম দৃশ্য। তা দেখে খুশিতে কৃষকের মনে দোলা দিচ্ছে এক ভিন্ন আমেজ।
আবহাওয়া অনুকুলে থাকায় এবার বাম্পার ফলনের আশা করছে কৃষক। তবে তারা শঙ্কিত প্রাকৃতিক দৃর্যোগ কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টির আশংকায়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, শস্যভান্ডার বলে খ্যাত বগুড়ার শিবগঞ্জ উপজেলা। চলতি মৌসুমে উপজেলার ১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নে প্রায় ২১ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকুল থাকায় এবার ইরি বোরো আবাদে তেমন কোন রোগবালাই আক্রান্ত হয়নি।
বিগত কয়েক বছরের মধ্যে ইরি বোরো ধানগাছে রয়েছে সুন্দর তেজ। সেই ধানের গাছ ভাল রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে কৃষকরা সার্বক্ষনিক পরিচর্যা করায় এখন ধান গাছে বড়বড় শীষ বের হয়ে বাতাসে দোলা খাচ্ছে। আনন্দে দুলছে কৃষকদের মন। এখন পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকায় ফুরফুরে মেজাজে রয়েছে কৃষকরা।
মেদিনীপাড়া গ্রামের কৃষক নান্নু মিয়া জানান, এবার বাম্পার ফলনের আশা করছেন তারা। তবে তাদের মনে সর্বদা প্রাকৃতিক দুর্যোগ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আতংক বিরাজ করছে। এছাড়া ধান কাটা মাড়াইয়ের শ্রমিক সংকটেরও আশংকায় শংকিত রয়েছে কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মুজাহিদ সরকার বলেন, আবহাওয়া অনুকুলে থাকায় এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ধানের ফলন বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগীতা অব্যাহত রয়েছে।