পরিচালক হাসিনুর রাজু’র পরিচালিত “বৃষ্টির চোখে জল” গত ২রা সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হলো সিনেমার।
পরিচালক হাসিনুর রহমান বলেন এটি একটি রোমান্টিক গল্প,এই সিনেমাটতে দর্শকরা হাসি,কান্না, আনন্দ সবই পাবেন,এক কথায় পরিপুর্ণ বিনোদন পাবেন এই সিনেমাটিতে। এই সিনেমাটিতে অভিনয় করছেন নবাগতা “ছড়া মনি “,নবাগত নায়ক বিভান বিন বাদল, লাজুক, বড়দা মিঠু,বেবেকা, ছালাম সোনিয়া, বাধন রাজ, ক্যামেরায় মাসুদ পারভেজ সবুজ,মেকাপ জামাল,ড্রেস হাসান, ষ্টিল ক্যামেরায় মানিক আরো অনেকে।
পারিচালক সবার কাছে দোয়া চেয়েছেন যেন সুন্দর ভাবে সিনেমার সকল কাজ সম্পন্ন করতে পারেন। সিনেমাটি প্রোযোজনা করছেন ওয়ান ওয়ান মাল্টিমিডিয়া। এছাড়াও সিনেমাটির মিডিয়া পার্টনার হিসেবে আছেন জাতীয় দৈনিক পত্রিকা ” বঙ্গবাজার পত্রিকা “।
পরিচালক হাসিনুর এর আগে গুনী পরিচালক আজাদী হাসানত ফিরোজের সহকারী পরিচালক হিসেবে তার এফডিসিতে আগমন এবং পরবর্তীতে বাদল খন্দকার, আমজাদ হোসেন, হাসিবুল ইসলাম মিজান এটিএম শামসুজ্জামানের মত নামকরা সব পরিচালকের সাথে কাজ করেন।
এছাড়াও সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন বঙ্গবাজার পত্রিকার বার্তা সম্পাদক রুবেল আহমেদ।