পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) ঢাকার পাকিস্তান হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।অভিনন্দন বার্তার উওরে শেহবাজ লিখেছেন, ভ্রাতৃত্বের যে সুদৃঢ় বন্ধন আমাদের দুই দেশের মানুষকে সংযুক্ত করছে,তার গভীর শিকড়ে রয়েছে আমাদের ভাগ করা ইতিহাস, অভিন্ন বিশ্বাস ও অভিন্ন স্বার্থ।
বাংলাদেশর প্রধানমন্ত্রী সঙ্গে কাজ করতে ইচ্ছুক জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, দুই দেশের উন্নত ভবিষ্যতের জন্য এবং আমাদের অঞ্চলে টেকসই শান্তি ও দীর্ঘস্থায়ী সমৃদ্ধি অর্জন আপনার সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ। শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনার পাশাপাশি বাংলাদেশের জনগণের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।