জয়নায় আবেদীন তারেক(শেরপুর জেলা সংবাদ দাতা)
পবিত্র রমজান মাস উপলক্ষে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ শেরপুর প্রতি বছরের ন্যায় এ বছরো আয়োজন করেন বার্ষিক কোরআন তিলাওয়াত ও হামদ- নাত প্রতিযোগিতা। এতে তিনটি গ্রুপে বাছাই পর্বে প্রায় শতাদিক শিক্ষার্থী অংশ গ্রহন করে। গত ১১-০৪-২০২২ ইং তারিখ রোজ সোমবার চুড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। প্রতিযোগিতায় তিনটি গ্রুপ থেকে মোট নয় জনকে পুরস্কার প্রদান করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ভিবিন্ন ইসলামিক ধর্মীয় বই তুলে দেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উপাধ্যক্ষ জনাব প্রলয় কুমার বিন্দ এবং প্রসাশনিক কর্মকর্তা জনাব মাজেদুর রহমান রেজাদ।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সহকারীর শিক্ষক মাওলানা আজহারুল ইসলাম এবং সহকারী শিক্ষিকা ইসরাত আরা রিছা। এ সময় আরো উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবক এবং ভিবিন্ন শ্রেণির শিক্ষার্থী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জনাব জয়নাল আবেদীন তারেক।