শেষের পাঁচ মিনিটের ঝড়ে ইতিহাস সৃষ্টি করে ফাইনালে রিয়াল মাদ্রিদ। খেলার ৮১ মিনিট অবধি ১-০ গোলে এগিয়ে ছিলো ম্যানচেসটার সিটি কিন্তু শেষের পাঁচ মিনিটে একে একে তিন গোল করে রিয়াল মাদ্রিদ ৬-৫ গোলে এগিয়ে চ্যামপিয়ান লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ! এর আগে প্রথম লেগে ৪-৩ গোলে জিতেছিল ম্যানচেসটার সিটি।
৯০ মিনিটে বেনজেমার পাসে সমতা ফেরান রদদিগো এবং ৯১ মিনিটে রিয়ালকে ২-১ নিয়ে যান আবারও রদদিগো আর শেষ ৯৫ মিনিটে রিয়ালকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান করিম বেনজামা।