নিউজ ডেস্কঃ
দিনের শুরুতেই দঃ আফ্রিকাকে লন্ডবন্ড করে দেয় টাইগার পেশার খালেদ! তুলে নেন চার উইকেট আর দঃ আফ্রিকাকে ঘুটিয়ে যায় ৩৬৭ রানে।
পরে বাংলাদেশ ব্যাট করতে নেমে দেখেশুনে খেলে সাদমান উইকেটের বিনিময়ে ২য় সেশন পার করে কিন্তু তৃতীয় সেশনে এসেই স্পিনার হামারের ঘুর্নিতে একে একে শান্ত, মুমিনুল ও মুশফিকের উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে। উইকেটে লড়াই করছেন জয় এবং তাসকিন! প্রথম ইনিংসে পিছিয়ে এখনো ২৬৯ রানে।