শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন
ঘোষণাঃ
বহুল প্রচারিত বঙ্গবাজার পত্রিকায় আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন,এছাড়াও আপনার আশেপাশে ঘটে যাওয়া কোন ঘটনা, দুর্ঘটনা, দুর্নীতি, ভালো খবর, জন্মদিনের শুভেচ্ছা, নির্বাচনি প্রচারণা, হারানো সংবাদ, প্রাপ্তি সংবাদ, সংর্বধনা, আপনার সন্তানের লেখা কবিতা, ছড়া,গান প্রকাশ করতে যোগাযোগ করুন। ❤️দেশ সেরা পত্রিকা হতে পারে আপনার সহযাত্রী ❤️

শ্যামনগরের প্রত্যন্ত এলাকায় ফুলের মেলা

  • বঙ্গ নিউজ ডেস্কঃ প্রকাশিত সোমবার, ২৩ মে, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ জলবায়ু পরিবর্তন জনিত কারনে বদলাতে শুরু করেছে বিভিন্ন ফুলের পরিস্ফুটনকাল। শীত কালের ফুল গ্রীস্মকালে আর গ্রীস্মকালীন ফুল ফুটতে দেখা যাচ্ছে শীতকালে। যেমন ভাবে আবহাওয়ার কোন তারতম্য বোঝা যাচ্ছেনা, ঠিক তেমনি ফুল ফলের ক্ষেত্রেও একই অবস্থা। রবিবার বিকাল ৫ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাঁচড়াহাটি রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে গ্রীস্ম কালীন ফুলের মেলায় এসব কথা বলেন মেলায় আগত বয়স্ক ব্যক্তিরা।

“সকল জীবনের জন্য সমানভাবে বন্টিত আগামী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বারসিকের সহযোগিতায় স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে ব্যতিক্রমধর্মী এই ফুলের মেলার আয়োজন করা হয়।   মেলায় ১১ টি স্টলে এলাকার বিভিন্ন ধরনের ফুল নিয়ে আসেন এলাকার ১১ জন নারী। এরমধ্যে একজন নারী এলাকার ১০৭ টি ফুল তার স্টলে প্রদর্শনী হিসেবে উপস্থাপন করেন।

ফুলের মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ  আক্তার হোসেন।
ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও পতœী শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের প্রভাষক জেরিন লিসা। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, নিজে বেঁচে থাকতে বৈচিত্র্য টিকিয়ে রাখতে হবে । পরিবেশ থেকে অনেক ধরনের বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে, অনেক কিছু বিলুপ্তও হয়েছে। এই পৃথিবী টিকিয়ে রাখতে হলে অবশ্যই আমাদের চারপাশের বৈচিত্র্য টিকিয়ে রাখতে হবে।

বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী আল ইমরানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনসংঠন সমন্বয় কেন্দ্রের সভাপতি শেখ সিরাজুল ইসলাম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী পার্থ সারথি পাল, ইউপি সদস্য কুলসুম জাহান প্রমুখ।

এই ধরনের আরও খবর

Advertising

আর্কাইভ

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন এখানে

জেলা প্রতিনিধি হতে যোগাযোগ করুন

সপ্তাহের সেরা ছবি

© All rights reserved © 2022 bongobazarpatrika.com
Theme Download From ThemesBazar.Com