রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা )প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর
উপজেলায় স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী অনুমোদনহীন বেসরকারি
হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিদর্শন করে ৩টি প্রাইভেট হাসপাতাল
বন্ধ ঘোষণা করা হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডা. মোঃ জিয়াউর রহমান কতৃক।
রবিবার সকাল ১১ টার সময় শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে
অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেন উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা. কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান।
তিনি জানান, উপজেলার ২০টির অধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও
ডায়াগনস্টিক সেন্টারগুলো পরিদর্শন করা হয়েছে এর মধ্যে পল্লী প্রাইভেট
হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার- শ্যামনগর, সার্জিক্যাল নার্সিং হোম-
মুন্সিগঞ্জ, ফাইসাল আমিন ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার- নওয়াবেঁকী
এই তিনটা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। এর বাইরে কোনো
অনুমোদনহীন প্রতিষ্ঠান থাকলে তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে
বলে জানিয়েছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ জিএম
তরিকুল ইসলাম, ডাঃ মিম মগদুম রানা, অফিস সহকারী মোঃ জাহাঙ্গীর আলম
প্রমুখ।