রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউপির দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা তথ্য সেবা কেন্দ্র ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে বিশেষ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের(২য় পর্যায়) আওতায় অনুষ্ঠিত বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি সরকারের উন্নয়ন কর্মকান্ড ও নারী ক্ষমতায়ন বিষয়ে বক্তব্যে দেন।
শতাধিক নারীর উপস্থিতিতে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শিরিন শিলার সঞ্চালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব বিশ্বাস প্রমুখ। সভাপতিত্ব করেন দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।