রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ নানা আয়োজনের মধ্যদিয়ে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে নানা কর্মসূচি পালন করছে উপজেলা আওয়ামী লীগ। সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন নেতা-কর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগের এক বিশাল র্যালি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে জে.সি কমপ্লেক্সের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম আব্দুস সাত্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান এ কে এম জাফরুল আলম বাবু, ইশ্বরীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলী, উপজেলা আওয়ামী লীগের প্রচারসম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জ্জামান সাঈদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরদার হাফিজুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক অলিউর রহমান সহ সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।