রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর
উপজেলায় ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে র্যালী
ও আলোচনাসভার আয়োজন করা হয়।
বাংলাদেশ স্কাউট শ্যামনগর উপজেলার আয়োজনে র্যালী শেষে উপজেলা পরিষদ
চত্তরে আলোচনাসভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ
আক্তার হোসেন। উপজেলা নির্বাহী অফিসার বক্তব্যে স্কাউট নীতিমালা
,মূলমন্ত্র সহ অন্যান্য বিষয়ে তুলে ধরেন। শিক্ষা প্রতিষ্টানে স্কাউট
কার্যক্রম জোরদার করণ বিষয়ে কথা বলেন।
নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ
মুখ্যার্জীর সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মাষ্টার
নজরুল ইসলাম, নকিপুর সরকারি এইচসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক ড.আব্দুল মান্নান, সাবেক শিক্ষক অসীম কুমার সাহা প্রমুখ। এ সময়
উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওঃ ওজায়েরুল ইসলাম, প্রধান শিক্ষক আজাহারুল
ইসলাম, প্রধান শিক্ষক মতিউর রহমান, সহকারী শিক্ষক রনজিৎ বর্মন, নিশিত
রায়, জাহাঙ্গীর কবীর, প্রধান শিক্ষক সেলিনা কাজল, মিজানুর রহমান লাভলু সহ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।