রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট , বিনেরপোতা সাতক্ষীরার আয়োজনে লবন সহিষ্ণু ,উচ্চ ফলনশীল,আলোক অসংবেদনশীল ও উন্নত গুণাগুণ সম্পন্ন বিনা ধান-১০ এর মাঠ দিবস সোমবার অনুষ্ঠিত হয়।
মাঠ দিবস ও ধান কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহের মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক মোঃ ফজলুল হক, উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী সাতক্ষীরার উপ-পরিচালক নুরুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, বিনা সাতক্ষীরার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বাবুল আক্তার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিনার অন্যান্য বৈজ্ঞানিক কর্মকর্তাবৃন্দ ,কৃষকবৃন্দ প্রমুখ।