রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ রবিবার সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন এবং একই সাথে ভিটামিন এ+ ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান।
পরিদর্শনকালে ক্লিনিকের সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ তাকে ক্লিনিকের মুজিব কর্ণার, সবজি ও ফলজ বাগান, ঔষধি গাছের প্রদর্শনী প্লট, ছাদ বাগান, করোনা প্রতিরোধমুলক কার্যক্রম, রোগীদের পা চালিত হাত ধোয়ার ব্যবস্থা, পাখিদের অভয়আরণ্য, বাৎসরিক স্বাস্থ্যসেবার চিত্র, কিশোরীদের স্বাস্থ্যসেবা কর্ণার, ভিডিও চিত্রের মাধ্যমে স্বাস্থ্যশিক্ষার প্রদর্শন, ক্লিনিকের ভ্যান এ্যাম্বুলেন্স, বিভিন্ন অনুষ্ঠানের পেপার কাটিং সংরক্ষণ, টিকিউএম কার্যক্রম সহ বিভিন্ন ধরনের উদ্ভাবনীমুলক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি সকল কার্যক্রম দেখে প্রশংসা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমটিইপিআই শেখ মেফতাউল হক, শীলতলা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ভোলানাথ মিস্ত্রী, এমএইচভি চিন্ময় কুমার মন্ডল, বিথীকা মৃধা প্রমুখ।
উল্লেখ্য দেবীপুর কমিউনিটি ক্লিনিকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ১০৪ জন শিশুকে লাল রঙের ও ১৪ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল মোট ১১৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর মধ্যে ছেলে ৫২ জন, মেয়ে ৫৬ জন।