রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর
উপজেলার মুন্সিগঞ্জ ইউপির হরিনগর বাজারে গোডাউন সংলগ্ন এলাকায় রিং বাঁধে
ফাটল দেখা দিয়েছে। সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর পাড়ে সরকারি খাদ্য
গুদামের পাশে রিং বাঁধটি ভেঙ্গে গেলে বিস্তৃত এলাকা প্লাবিত হয়ে বহু
সম্পদের ক্ষয় ক্ষতি হতে পারে বলে এলাকাবাসী মনে করেন।
মুন্সিগঞ্জ ইউপির সদস্য উৎপল কুমার জোয়ারদ্দার বলেন, রবিবার সকালে
স্বাভাবিক জোয়ার চলাকালিন সময়ে হরিনগর বাজার সংলগ্ন সরকারি খাদ্য গুদামের
পাশে রিং বাঁধে ফাটল দেখা যায় এবং এই ফাটলকৃত স্থানের মধ্যে মালঞ্চ নদীর
পানি ক্ষুদ্র পরিসরে ভিতরে প্রবেশ করতে দেখা যায়। বিষয়টি স্থানীয়রা
মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদকে অবহিত করলে ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা
সহ ইউপি সদস্যবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন ও পানি উন্নয়নবোর্ড শ্যামনগর
কর্মকর্তাবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।
ইউপি সদস্য উৎপল কুমার জোয়ারদ্দার বলেন রিং বাধটি অতি দ্রুত সংস্কার করা
না হলে যে কোন মুহুর্তে ভেঙ্গে ইউনিয়নের মধ্যে প্রবাহিত আইবুড়ি দোয়ানি
নদী দিয়ে পানি ঈশ^রীপুর, রমজাননগর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের অনেক গ্রাম
প্লাবিত হতে পারে। তিনি বলেন ফাটলকৃত স্থানের পরিমান অনুমান ১০০ হাত।
মুন্সিগঞ্জ ইউপির হরিনগর বাজারের খাদ্য গুদাম সংলগ্ন রিং বাঁধের ফাটলকৃত
স্থানটি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার রবিবার সন্ধ্যায়
পরিদর্শন করেছেন। পরিদর্শন কালিন সময়ে তিনি পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার
নির্বাহী প্রকৌশলীকে ফোন করে ক্ষতিগ্রস্থ বাঁধ দ্রুত সংস্কারের জন্য
নির্দেশনা দেন। এ সময় ইউপি চেয়ারম্যান অসীম মৃধা সহ গ্রামবাসী উপস্থিত
ছিলেন।
ছবি- শ্যামনগর মুন্সিগঞ্জ হরিনগর ফাটলকৃত রিং বাঁধ পরিদর্শন করছেন এমপি
জগলুল হায়দার,ইউপি চেয়ারম্যান অসীম মৃধা সহ অন্যান্য