বিজয় দিবস ভাষনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনেসকি বলেন ইউক্রেনে শয়তান ফিরে এসেছে।
গতকাল ৮ ই মে ২য় বিশ্বযুদ্ধের স্মরনে এক ভাষনে তিনি জাতির উদ্দেশ্য এ কথা বলেন। তিনি আরও বলেন এখনো সময় আছে আপনারা সরে যান না হলে অপমানিত হয়ে আমার দেশ হতে বিদায় হতে হবে আপনাদের।
উল্লেখ্য ইউক্রেনের রাশিয়ার হামলার পর একের পর এক শহর হাতছাড়া হলেও প্রেসিডেন্ট জেলোনেসকি এখনো সৈন্য ও সাধারণ মানুষকে দেশের জন্য যুদ্ধ অব্যহত রাখার আহবান জানিয়ে যাচ্ছেন।