পাবনা জেলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা এ্যাড সামছুল হক টুকু এমপি, সাবেক বিদ্যুৎ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সভাপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, সাবেক সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামিলীগ, পাবনা জেলা শাখা, কে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার নিয়োগ দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছিলো আগেই তবে আজ সরকারের তরফ থেকে এ বিষয়ে জানায়, ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুকেই বেছে নিচ্ছে সরকার। ইতোমধ্যে সংসদ সচিবালয়কে নির্দেশ দেওয়া হয়েছে এ সংক্রান্ত সব নথি প্রস্তুত করার জন্য।
চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী রোববার সকাল ১০টার মধ্যে প্রস্তুতি নিয়ে সংসদে আসার জন্য ফোন করে বলেছেন শামসুল হক টুকুকে। গণভবন থেকেও তাকে প্রস্তুতি নিয়ে আসার জন্য বলা হয়েছে।