অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক (১১৯) বছর বয়সী নারী কানে তানাকা! জাপানি নাগরিক কানে তানাকা ১৯০৩ সালে জন্মগ্রহন করেন।
১৯ বছর বয়সে একজন চাল বয়াবসায়িকে বিয়ে করেন তিনি এবং একসাথে ১০৩ বছর সংসার করেন। তাদের ছিল চার সন্তান এবং এক সন্তান দত্তক নেন তারা।